Description
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে প্রত্যেক শিক্ষার্থীর উপর পড়ালেখার প্রচুর চাপ থাকে। এই সময়ে পড়ালেখার পাশাপাশি অতিরিক্ত চাপ হিসেবে আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্কুলার খোঁজা। এর জন্য প্রতিটি শিক্ষার্থীর প্রচুর মুল্যবান সময় ব্যয় করতে হয় তাদের ।এই সময়ে বিশ্ববিদ্যালয়ে আবেদন সংক্রান্ত কোন গুরুত্বপূর্ন কাজে ফেসবুকে আসলেও সময় কখন যে গড়িয়ে যায় তা হয়ত আর বুঝিয়ে বলার প্রয়োজন পড়বে না। তারপর আছে বিভিন্ন ভার্সিটির ফর্ম তোলার জন্য দোকানে/সাইবার ক্যাফেতে সিরিয়াল ধরা, এডমিট কার্ড,সীট প্ল্যান কখন বের হবে তার খোঁজা রাখা, বিভিন্ন ভার্সিটিতে কিভাবে যাব,কোথায় থাকব, ট্রেন/বাসের টিকেট কাটা আরো কত শত ঝামেলা। শিক্ষার্থীদের এই সব অতিরিক্ত ঝামেলা থেকে মুক্তি দিতে এডুকেশনাল সার্ভিস প্রোভাইডার,বাংলাদেশ নিয়ে এল “এডমিশন অ্যাসিস্ট্যান্ট” অ্যাপ। এডমিশন এসিস্ট্যান্ট বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষার সাথে সম্পৃক্ত সকল ইনফরমেশন এবং সার্ভিস একটি প্লাটফরমে নিয়ে এসেছে । এখন ভর্তি প্রস্তুতি হবে আরও নিশ্চিন্তে, কারণ বিশ্ববিদ্যালয়ে আবেদন সংক্রান্ত সকল ঝামেলা দেখার জন্য এডমিশন অ্যাসিস্ট্যান্ট তো আছেই।